পাটিকাবাড়ী ইউপির ৯নং ওয়ার্ডের নান্দিয়া ও হারুরিয়া গ্রামের সমন্বয়ে চাপাইগাছির বিল অবস্হিত । পাটিকাবাড়ী ইউপি হতে প্রায় ৫ কিলো মিটার দুরে অবস্হিত । এবং বিলে অপর পাশে ঝাউদিয়া ইউপি অবস্হিত । পাটিকাবাড়ী ঝাউদিয়া নান্দিয়া হারুরিয়া চাপাইগাছি বিলটি ইউনিয়ন এর এক পার্শে অবস্থিত। তিন ইউনিয়ন নিয়ে আমাদের চাপাইগাছি বিলটি। বিলটিতে অনেক প্রজাতির মাছ চাষ হয়। বিলটি সংকার কর্তৃক লিশ প্রদান করেন। বিলটি উপর দিয়ে বর্তমান একটি ব্রীজ নির্মান হয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস