Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ইউনিসেফ

 ইউনিসেফ ডিওবি প্রজেক্ট(স্বাস্হ্য , শিক্ষা, ও স্যানিটেশন পাটিকাবাড়ী ইউপি অবগত নাই। 

পাটিকাবাড়ী ইউনিয়নে ইউনিসেফ সংস্থা টিউবয়েল সরবারহ ও চাক সিলাব গরীব ও অসহায় ব্যক্তিদের মধ্যে বিতরণ করেন। যাহারা দারিদ্র সীমার নিচে বসবাস করে ইউনিসেফ সংস্থা তাদের টিউবয়েল ও চাক সিলাব বিনা মুল্যে বিতরণ করে থাকে। মাঝে মাঝে এরা তারাপাম্প টিউবয়েল দিয়ে থাকেন। তাদের সেবা গুলো মানুষকে উদ্ভবমুলক সেবা দিয়ে থাকে। ইউনিসেফ কর্মরত ব্যক্তিদ্বয় নিয়মতি ইউনিয়ন এর বিভিন্ন জায়গা পরিদর্ন করেন ও তাদের সেবার ধরন অনুযায়ী সমস্যার সমাধান করে থাকেন।